ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক উপমন্ত্রী এড. হুমায়ুন কবির এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ , ২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক উপমন্ত্রী,শিক্ষানুরাগী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হুমায়ুন কবির এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হুমায়ুন-নায়ার ফাউন্ডেশনের উদ্যোগে শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এতে মরহুমের সহধর্মিনী ও পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ। সভায় বক্তারা মরহুমের জীবদ্দশায় মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন অবদান তুলে ধরেন এবং তার রাজনৈতিক জীবনের বিভিন্ন কর্মকান্ড নিয়ে বিস্তর আলোচনা করেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহীন। এর আগে মরহুমের পরিবার, পৌরসভা ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুম হুমায়ুন কবিরের কবর জিয়ারত, দোয়া ও ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
আপনার মন্তব্য লিখুন