সরাইলে দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে অনিয়ম, কেন্দ্রীয় আওয়ামীলীগে অভিযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ , ২৫ অক্টোবর ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূলের ভোট গ্রহণে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের অনিয়মের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উপজেলা শহীদ মিনার চত্বরে মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্রের আয়োজনে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন।
এছাড়াও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী পায়েল হোসেন মৃধা, অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বোরহান উদ্দিন, চুন্টা ইউনিয়ন পরিষদের মনোনয়ন প্রত্যাশী ফারুক হোসেন,কালিকচ্ছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মজিবর রহমান, সরাইল সদর ইউনিয়ন পরিষদে মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা অভিযোগ করে বলেন, গত ১৭ অক্টোবর সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী বাছাই করতে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উউপস্থিতিতে তৃণমূলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে তমণমূলের নেতৃবৃন্দ ভোটের ফলাফল জানতে চাইলে, এসময় উপস্থিত আ’লীগের জেলা-উপজেলার নেতৃবৃন্দ ফলাফল প্রকাশ করতে অনিহাও প্রকাশ করেন। আমরা এ ঘটনায় আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।যেখানে অন্যান্য উপজেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বাবদ ১/৩হাজার টাকা নেওয়া হয়েছে। অথচ সরাইল উপজেলায় মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে প্রথমে ২০হাজার টাকা দাবি করা হয়। পরে প্রার্থীদের আপত্তির মুখে ১৫ হাজার টাকায় মনোনয়ন ফরম বিক্রয় করে উপজেলা আওয়ামীলীগ।
আগামী ৭২ঘন্টার ভেতরে প্রার্থীদের টাকা ফেরত না দিলে বৃহৎ কর্মসূচি দেওয়া হুশিয়ারি দেন মুক্তিযোদ্ধারের পক্ষে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।
আপনার মন্তব্য লিখুন