
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:মাদক মুক্ত সমাজ গড়ি, ক্রীড়ামোদী জাতি গড়ি’- এই স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নোয়াগাঁও গ্রামের তিতাস গণগ্রন্থাগারের উদ্যোগে ক্রিকেট কার্নিভাল -২০২১ অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে। একইসাথে এলাকার সাবেক কৃতি খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাধারন সম্পাদক,বিশিষ্ট সাংবাদিক জাবেদ রহিম বিজন। তিতাস গনগ্রস্থাগারের সভাপতি এ এইচ বাবলুর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাইতলা ইউপি’র সাবেক চেয়ারম্যান সোহরাওয়ার্দী চৌধুরী, কাইতলা উত্তর ইউনিয়ন আওয়ামীলীলীগ সাধারন সম্পাদক আজিজুল হক দুলাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব কার্যকরী পরিষদ সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. জসিম উদ্দিন, ইউপি সদস্য হাফিজুর রহমান লিটন, সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান আনিছ।
ফাইনাল খেলা কর্ণফুলী এক্সপ্রেস ও মেঘনা এক্সপ্রেসের মধ্যে অনুষ্ঠিত হয়। ১৪ ওভারের খেলায় টসে জিতে মেঘনা এক্সপ্রেস আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ১২৩ রান সংগ্রহ করে। পরে ব্যাট করতে নেমে ৮০ রানে কর্ণফুলী এক্সপ্রেসের সবাই আউট হয়। ৪৩ রানে খেলায় জয় পায় মেঘনা এক্সপ্রেস। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মেঘনা এক্সপ্রেসের খেলোয়াড় রাকিব হোসেন। পরে অতিথিরা ক্রিকেট খেলার বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরন করেন। নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাতের এই খেলা উপভোগ করেন গ্রামের হাজার দুয়েক মানুষ।
রাত ৮ টায় খেলা শুরুর আগে আলোচনা সভা ও এলাকার ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য সাবেক কৃতি খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত খেলোয়াড়রা হচ্ছেন সাবেক কৃতি ফুটবলার মুক্তিযোদ্ধা ক্লাবের সাবেক ষ্ট্রাইকার রাইতলা গ্রামের আল মামুন,সিনামাছি গ্রামের নজরুল ইসলাম মিন্টু,চারগাছ গ্রামের হাজী নাজিমুদ্দিন ভুইঁয়া নাজু,শিবপুর গ্রামের আশরাফ ইসলাম আকছির,রুদ্রাক্ষ বাড়ির রফিকুল ইসলাম ও নোয়াগাঁও গ্রামের আনিছুর রহমান আনিছ,ক্রিকেটার সাহারপাড় গ্রামের নূরু নবী। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন তৈয়বুর রহমান চৌধুরী শাওন।
আপনার মন্তব্য লিখুন