সেরা প্রতিমা ” শারদ সম্মাননা পেল রাম ঠাকুর ক্লাব
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ , ১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি :সেরা প্রতিমা হিসেবে শারদ সম্মাননা ২০২১ইং পেল ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পূর্ব পাইক পাড়ার রাম ঠাকুর ক্লাব। শারদীয়া নবপত্রিকা ৭ম বর্ষ পূর্তি উপলক্ষে এবছর শারদ সম্মাননা হিসেবে “সেরা প্রতিমা “শারদ সম্মাননা প্রদান করা হয়। শারদীয়া নবপত্রিকা’এর সম্পাদক প্রকাশক প্রসন্ন দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সহযোগি সংগীতা রানী দাস।১৫অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় বিজয়া দশমীর দিন শারদীয়া নবপত্রিকা উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট প্রণব কুমার দাস উত্তম,বিশেষ অতিথি ছিলেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত,রাম ঠাকুর ক্লাবের সহ সভাপতি ভাষ্কর পাল বাচ্চু, নারায়ণ বণিক, সুবীর এম এম ,অলক পার্থ ,সহ সম্পাদক লিটন রায় ,রাম ঠাকুর ক্লাবের সেক্রেটারি অসীম চন্দ্র দেব,ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুবীর রায়,সহ সম্পাদক রতন চক্রবর্তী, দীপ্ত মোদক। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ শারদীয়া নবপত্রিকা প্রকাশনার ভবিষ্যত উজ্জ্বল কামনা করেন এবং শারদীয়া নবপত্রিকা যেন অদূরে আরো সুন্দর ভাবে ভবিষ্যতে প্রকাশনা ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানান।পরে আগত অতিথিদের নিকট হতে “সেরা প্রতিমা “শারদ সম্মাননা ২০২১ গ্রহণ করেন রাম ঠাকুর ক্লাবের সভাপতি সুব্রত পাল সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। সভাপতির বক্তব্যে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন সুব্রত পাল বলেন আমরা সেরা শারদ সম্মাননা পেয়ে রাম ঠাকুর ক্লাবের সংশ্লিষ্ট আমরা সবাই আনন্দিত ও শারদীয়া নবপত্রিকা ভবিষ্যতে এই শারদ সম্মাননা প্রদান ধারাবাহিক ভাবে প্রদান করবে এই কামনা করি।পরে শারদীয়া নবপত্রিকা এর সহযোগি সংগীতা রানী দাসকে শারদ সম্মাননা প্রদান করা হয়।
আপনার মন্তব্য লিখুন