ব্রাহ্মণবাড়িয়ায় গাজাসহ মাদক পাচারকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ , ১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুলঃ গতকাল মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে গাজাঁসহ এক মাদক পাচারকারীকের আটক করেছে হাইওয়ে পুলিশ। জানা যায়, দুপুর ২টার দিকে বিশ্বরোডে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের এ.টি.এস.আই. জুনাইদুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ কুট্টাপাড়া মোড়ে মাদক পাচারকারী রুমেল মিয়া (২০) আটক করে। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের রেনু মিয়া ছেলে। খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত রুমেল মিয়া মাদক পাচারকারী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে। মাদকের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন