ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ , ১৬ অক্টোবর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পর্যায়ে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে জেলা প্রশাসন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা খাদ্য অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রবিউল হক মজুমদার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতিহ রিয়াজউদ্দিন জামি, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী। এ সময় বক্তারা খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে ইঁদুর নিধনের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে বলেন, খাদ্যে ভেজাল রোধে সাধারণ মানুষকে একযোগে এগিয়ে আসাতে হবে পাশাপাশি অসাধু ব্যবসায়ীদেরও আরো সচেতন হতে হবে।
আপনার মন্তব্য লিখুন