ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ , ১৬ অক্টোবর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি :ব্রাহ্মণবাড়িয়ায় আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে অসহায় ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে প্রেস ক্লাবের সদস্য, সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিনের উদ্যোগে ও বিশিষ্ট চিকিৎসক সাইফুদ্দিন খান শুভ্রসহ আরো ২ জনের আর্থিক সহায়তায় শহরের টি,এ, রোডস্থ একটি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গাইনী চিকিৎসক ডাক্তার মারিয়া পারভীন। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সমাজকর্মী জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সিঙ্গারের শাখা ব্যবস্থাপক জিল্লুর রহমান ভূঁইয়া জনি। এ সময় বক্তারা বলেন, অসহায় নারীদের স্বাবলম্বী করে তুলতে যে উদ্যোগটি নেয়া হয়েছে তা প্রশংসনীয়। সকলে ঐক্যবদ্ধভাবে অসহায় ও দরিদ্রদের সহযোগিতায় এগিয়ে এলে একটি সুন্দর সমাজ ও দেশ গঠন সম্ভব। আলোচনা শেষে অতিথিবৃন্দ ৩ জন অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
আপনার মন্তব্য লিখুন