ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ , ১৩ অক্টোবর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবিউল হক মজুমদার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম ভুইয়া। এ সময় বক্তারা বলেন, জাতীয় জীবনে দুর্যোগ প্রশমন দিবসের তাৎপর্য ব্যাপক। যেকোন দুর্যোগে জানমালের ক্ষতি কমিয়ে আনতে সরকারের গৃহিত বিভিন্ন উদ্যোগ জনসাধারণের মাঝে ছড়িয়ে দিয়ে তাদেরকে সচেতন করাই এ দিবসের লক্ষ্য। পরে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল, রেড ক্রিসেন্ট ও শিক্ষার্থীদের অংশগ্রহনে দুর্যোগকালীন সময়ে করণীয় বিষয়ে একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য লিখুন