১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

সরাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন, ইউএনও মৃদুল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ , ৯ অক্টোবর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মো: তাসলিম উদ্দিন: সরাইলে স্বাস্থ্যবিধি মেনে প্রতিনিয়ত সরাইলে চলছে উপজেলা স্কুল গুলোতে উৎসাহ ও উদ্দীপনায় শ্রেণী কক্ষে পাঠদান কার্যক্রম। করোনা প্রাদুূর্ভাবের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলো শিক্ষার্থীদের আনাগোনায় মুখোরিত হয়ে উঠেছে।
গতকাল সকালে সরাইল উপজেলা হাওর অঞ্চল সহ প্রত্যন্ত গ্রামে স্কুল পরিদর্শন করেছেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল, এসময় সঙ্গে ছিলেন, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা মো. মোস্তফা হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও কর্মকর্তাগন।বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, শ্রেণী কক্ষ গুলো পরিস্কার পরিচ্ছন্ন এবং সকল শিক্ষার্থীর মুখে মাস্ক রয়েছে। দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীরা তাদের ক্লাস করছেন। শিক্ষা বিভাগ থেকে স্বাস্থ্যবিধি পালনে কঠোর ভাবে নজরদারী করা হচ্ছে।সব গুলো শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে ও শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করেছেন শিক্ষকরা। বিদ্যালয়ে ফিরতে পেরে শিক্ষার্থীরাও বেশ উৎফুল্ল। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি পালনে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা , মাস্কসহ সরকারের নির্দেশনা পালনে বিদ্যালয় পর্যায়ে পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে এ সময় ইউএনও আরো বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সকলে মিলে কাজ করতে হবে।
রূপসী গ্রাম বাংলা’ আপনার পাশে।।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন