১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বিয়েতে টক দই পরিবেশন করাকে কেন্দ্র করে কসবায় বরপক্ষের মারধোরে কনের পিতা নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ , ৭ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিয়ের অনুষ্ঠানে টক দই পরিবেশন করাকে কেন্দ্র করে বরপক্ষের হামলায় কনের পিতা ইকবাল হোসেন-(৫০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গনকমুড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ইকবাল হোসেন গনকমুড়া গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে ইকবাল হোসেনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বরে মৃত ইকবাল হোসেনের স্বজনরা অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার দুপুরে ইকবাল হোসেনের কন্যা কারিমার সাথে পাশের গ্রাম বিষ্ণাউড়ির দুলাল মিয়ার ছেলে পারভেজ মিয়ার বিয়ে হয়।
বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীদের মধ্যে টক দই পরিববেশন করাকে কেন্দ্র করে বরপক্ষের লোকজনের সাথে কনেপক্ষের লোকজনের প্রথমে তর্কাতর্কি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। পরে গরমে দই টক হয়ে গেছে জানিয়ে কনে পক্ষের মুরুব্বীরা বরপক্ষের কাছে ক্ষমা চেয়ে বিষয়টির মিমাংসা করেন।
পরদিন বুধবার রাত ১০টার দিকে কনের পিতা ইকবাল হোসেন স্থানীয় বাজারে চা খেতে গেলে বরপক্ষের ৫/৬জন যুবক টক দইয়ের বিষয়টি নিয়ে তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে যুবকরা ইকবাল হোসেনকে বেধরক মারধোর করে।
আহতবস্থায় ইকবাল হোসেনকে উদ্ধার করে স্থানীয়রা কসবা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে পুলিশ কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইকবাল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তার লাশ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন ভ‚ইয়া বলেন, তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। আমরা ময়নাতদন্তের জন্য তার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় নিহতের স্ত্রী জোৎ¯œা বেগম বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন