প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনার জন্মদিন উপলক্ষে দোয়া ও দিনব্যাপী কর্মসূচী পালন।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ , ২৯ সেপ্টেম্বর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গত মঙ্গলবার সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও ও সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ওমর ফারুকের উদ্যোগে গণতন্ত্রের মানসকন্যা , দেশরতœ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। উক্ত আয়োজনে বাঙ্গালি জাতির মহান নেতা জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের দুই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনার জন্য দোয়া অনুষ্ঠিত হয়। সুলতানপুরস্থ ইয়াকুব নগরের চেয়ারম্যান বাড়িতে সংক্ষিপ্ত আলোচনা ও আপ্যায়ন পর্ব হয়েছে। এ আয়োজনে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাজ মোঃ ইয়াসিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান শের শাহ, ইউপি সদস্য আবুল খায়ের, জসীম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিকেলে এ উপলক্ষে লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুল এন্ড কলেজে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটা পর্ব , শিশু সমাবেশ, শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময়ে সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও শিশুদের কাছে বঙ্গবন্ধু পরিবারের স্মৃতিচারণ করেন এবং বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়ন ধারায় সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। তিনি সেপ্টেম্বর মাসে জন্ম নেয়া বঙ্গবন্ধু কন্যাদ্বয়কে অভিনন্দন জানান এবং দীর্ঘায়ূ কামনা করেন। এ পর্বে লায়নেস মর্জিনা ফিরোজ, শেখ ওমর খৈয়াম হীরা, লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোঃ কাজল, শিক্ষক মন্ডলী , ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি আল আমীন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা সহ জনপ্রতিনিধি ,গন্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মন্তব্য লিখুন