গত তিন দিনে সূচক বাড়ছে, শেয়ার মূল্য কমছেই
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ , ২৯ সেপ্টেম্বর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
টানা তিন দিন সূচক বাড়ল পুঁজিবাজারে। তবে এতে ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীরা স্বস্তিতে, এমন নয়। সূচক বাড়ছে বড় মূলধনি অল্প কয়েকটি শেয়ারের দর বৃদ্ধির কারণে। কিন্তু স্বল্প মূলধনি, লোকসানি কিছু কোম্পানি, যেগুলোতে গত কয়েক মাসে বিনিয়োগ করে আটকে গেছেন ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীরা, সেগুলোর দাম ক্রমেই কমছে।
সপ্তাহের চতুর্থ দিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫ পয়েন্ট। কিন্তু ১১৫টি শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে কমেছে ২২৩টি শেয়ারের দর।
আগের দিনও বেশির ভাগ শেয়ারের দরপতনের পরও সূচক বেড়েছিল উল্লেখযোগ্য পরিমাণে। সেদিন ১৬৪টি শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে ১৭২টির দরপতনেও সূচক বেড়েছিল ৪৫ পয়েন্ট।
তারও আগের দিন ১৪১টি শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে কমেছিল ২০১টির দর। সূচক বেড়েছিল ১৪ পয়েন্ট।
এ অবস্থা চলছে বলতে গেলে সেপ্টেম্বরের শুরু থেকেই।
আপনার মন্তব্য লিখুন