১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী গণটিকা কার্যক্রম শুরু

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

স্টাফ রিপোর্টার: শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায়ও করোনা প্রতিরোধে দিনব্যাপী গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে জেলার ১১০টি কেন্দ্রের ৩০৬টি বুথে এই টিকা কার্যক্রম চলছে। সকাল থেকেই সরকার নির্ধারিত বয়সী নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করেন। সবকটি বুথেই টিকা নিতে আগ্রাহীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

এদিকে কর্মসূচির শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন কেন্দ্রে গিয়ে টিকা দান কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

এ সময় তিনি সুষ্ঠু পরিবেশে টিকাদান কার্যক্রম সম্পন্ন করতে কেন্দ্র প্রধানদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরিদর্শনকালে সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন