১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিদ্যুৎ প্রকৌশলীর অপসারণ দাবি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ , ২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) সরাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিদ্যুতের ভিলকিবাজি ও সরাইলে বিদ্যূত সর্বরাহ বন্ধ থাকায় সরাইল উপজেলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি করেন ও ক্ষোভ ঝাড়লেন বক্তারা। সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে ২১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় মাসিক আইন- শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।সরাইল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. আরিফুল হক মৃদুলে’র সভাপতিত্বে সভায় উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর। সভায় বক্তারা বলেন,উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের অস্বাভাবিক ভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে।অতীতের যেকোনো সময়ের রেকর্ড ভঙ্গ করেছে বর্তমান প্রকৌশলী যোগদান করার পর। এ দিকে বিদ্যুৎ নেই গরমের মানুষের ভোগান্তি হচ্ছে। প্রকৌশলীর সরকারি নাম্বারে ফোন দিলে ফোনে পাওয়া যায় না।বিদ্যুৎ অফিসে গিয়ে কোনো সদোত্তর না পাওয়ায় গ্রাহকরা দিশেহারা হয়ে শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন ভুক্তভোগী জনতা।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে দৌড়ঝাপ শুরু করেন।গ্রাহকদের এমন অভি যোগের পরিপ্রেক্ষিতে দ্রুত বিদ্যুৎ সমাধান করতে আইন শৃঙ্খলা সভার রেজুলেশনের মাধ্যমে জোর দাবি করেন বক্তারা। পাশাপাশি বর্তমান নির্বাহী প্রকৌশলী অপসারণ করার প্রস্তাবও দেয়া হয়। সভার সভাপতি নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল বলেন, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাথে আলোচনা করে সমস্যাটি দূর করবেন।
এসময় শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জির বক্তব্যের সময় সভায় হট্টগোল শুরু হয়। পরে উপস্থিত সকলকে শান্ত করেন আইন-শৃংখলার সভার সভাপতি ইউএনও মো. আরিফুল হক মৃদুল।
এছাড়া সরাইলে আসন্ন দুর্গা পুজা উপলক্ষে বিদ্যুতের সর্বরাহ চালু রাখতে ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি সভায় আহবান জানানো হয়।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ফারহানা নাসরিন আইনশৃঙ্খলা সভায় সবার সাথে পরিচয় হয়ে তিনি তার বক্তব্য বলেন, আমি আপনাদের উপজেলার সহকারী কমিশনার( ভূমি) কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি।আপনাদের সকলের সঙ্গে আমার পরিচয় হয়নি আজ পরিচয় হয়েছে অনেক, ভালো লাগলো। আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করি। আরো বক্তব্য রাখেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মো. আবু হানিফ,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রোকেয়া বেগম, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন,এ ছাড়াও সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ,সরাইল উপজেলা বিক্রয় ও বিতরণ বিভাগের উপ- সহকারী প্রকৌশলী মো. সুমন হোসেন, সাংবাদিক মো. আইয়ুব খান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. ফাতেমা বেগম, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, চুন্টা ইউপি চেয়ারম্যান শেখ মো. হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,উপজেলা এলজিইডি উপ- সহকারী প্রকৌশলী মো.মাসুদ মজুমদার, অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আবু তালেব মিয়াসহ বিভিন্ন কর্মকর্তা, কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে এলাকায় মাদক, চুরি, ডাকাতির জুয়া, বন্ধের কথা তুলে ধরেন। সাংবাদিকরা সম্প্রতি লাশ উদ্ধার ও যানযট ও যান চলাচলে বিভিন্ন সমস্যা ও দুর্ঘটনার কথা তুলে ধরেন। এ সমস্যা সমাধানের আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান।সরাইল থানা ওসি মো. আসলাম হোসেন উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো আছে মর্মে তাদের বক্তব্যে বলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন