১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মৈত্রীর বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ , ১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি :বাংলাদেশ ছাত্র মৈত্রীর পাঁচ দফা দাবীতে সচিবালয় ঘেরাও কর্মসূচীতে পুলিশী হামলায় ছাত্র মৈত্রী নেতা ইয়াতুননেসা রুমা,অদিতি আদৃতা সৃষ্টি, সুমাইয়া ঝরা,আয়েশা সিদ্দীকা মালা,ফাহিম মুনতাসির, জুবায়েদ আহমেদ ও জিহাদ সহ আরো অনেক নেতৃবৃন্দ গুরতর আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মৈত্রী।

গতকাল রোববার বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে জেলা যুব মৈত্রীর আহ্বায়ক অ্যাড.মো.নাসির মিয়ার সভাপতিত্বে ও সাবেক ছাত্র মৈত্রী নেতা, জেলা যুব মৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ’র পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স সভাপতি কমরেড অ্যাড.কাজী মাসুদ আহমেদ,সাধারণ সম্পাদক কমরেড আবু সাঈদ খান,জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য ও জেলা জাতীয় শ্রমিক ফেডারশনের সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম,বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড দীপক চৌধুরী বাপ্পী, জেলা নারী মুক্তি সংসদের সভাপতি কমরেড ফজিলাতুন্নাহার,জেলা জাতীয় শ্রমিক ফেডারশনের সহ-সভাপতি শামসুল আলম, সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আল আমিন, জেলা যুব মৈত্রীর যুগ্ম- আহ্বায়ক শরীফ আহমেদ খান,জেলা খেলা ঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, জেলা যুব মৈত্রী নেতা পলাশ রায়,জেলা ছাত্র মৈত্রী নেতা মুহয়ী শারদ,সাধারন শিক্ষার্থী রিফাত, ফাহিম শাকিল,সৈকত ভূইয়া জয়,আরিফ, তানভীর প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এদেশের ছাত্রসমাজের স্বার্থে ছাত্র মৈত্রীর পাঁচ দফা দাবী মেনে নেওয়ার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন