পত্রিকার সম্পাদক পরিচয়ধারী আলী আযম গ্রেপ্তার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ , ১৪ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
তৌহিদুর রহমান নিটল: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে চাঁদা দাবির অভিযোগে স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক পরিচয়ধারী আলী আযম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় উপজেলার শরীফপুর ইউনিয়নের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করলে মঙ্গলবার সন্ধ্যায় নথিভুক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এর আগে সকাল ৯ টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হন আলী আযম। এ সময় তার সহযোগী রনি নামে একজন দৌড়ে পালিয়ে যান বলে জানা যায়।
শরীফপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, সকাল ৯টার দিকে স্কুলে আসেন আলী আযম ও রনি নামের দুইজন। এসময় তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেন। পরে তারা স্কুলের হাজিরা খাতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ গোপন নথি দেখতে চান। শিক্ষকরা তা না দেখালে তারা শিক্ষকদের ওপর ক্ষিপ্ত হন। পরে তারা শিক্ষকদের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করার হুমকি দেন। পরে কথা না বাড়িয়ে বিষয়টি সমাধান করার কথা বলেন। এসময় আলী আযম ও রনি আমাদের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। এসময় শোরগোল শুনে এলাকাবাসী এগিয়ে আসেন। এলাকাবাসী এসে আলী আযমকে নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। অপরজন রনি পালিয়ে যান।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, আলী আযমকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় চাঁদাবাজির ধারায় মামলা দায়ের করেন। মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অপর আসামী রনিকে গ্রেফতারে জন্য আমাদের চেষ্টা চলছে
আপনার মন্তব্য লিখুন