ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ আটক ১
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ , ১০ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ মাদকসহ বাহার মিয়া (২৯) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার কামালমুড়া গ্রামের আবদুল হকের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ বোতল বিয়ার, দুই বোতল ফেন্সিডিল ও ৩০ লিটার চোলাই মদ উদ্ধার হয়।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।
রফিউদ্দীন মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কামালমুড়া গ্রাম থেকে বাহার মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে বাহার মিয়া জানান তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছেন।
রফিউদ্দীন মোহাম্মদ জানান, বাহারের মিয়ার বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন