প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ , ৫ সেপ্টেম্বর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সমকাল এর ০৫.০৯.২০২১ইং তারিখের পত্রিকায় ‘সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে গণহয়রানির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি উক্ত মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃতপক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌর শহরের আকবপুর গ্রামের হেলেনা, মুসলেম মিয়া, জয়নাল ও ফারুকসহ তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। হেলেনার নামে ঢাকার হাজারীবাগ থানায় মাদকদ্রব্য আইনে ২০১৯ সালের ২৬ মে মামলা রুজু হয়। ফারুক মিয়ার নামে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় ২২/২৮৬ (২০২১) ও ২৮/২৮ (২০২০)সহ অন্তত ৫টি মামলা রয়েছে। কসবা থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার তাদের বাড়িতে মাদক উদ্ধারের অভিযান চালিয়েছে। এলাকায় তাদের মাদক ব্যবসায় বাঁধা দেয়ার কারণে একটি কুচক্রী মহল আমার মানসম্মান ভুলুন্ঠিত করার জন্য উঠেপড়ে লেগেছে। আমাকে আমার কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করার মিথ্যা ও বানোয়াট তথ্য যোগান দিয়ে পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
মাদক ব্যবসায়ী বাঁধা দিয়ে আসার কারণেই আমার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ রটনা করা হয়েছে। আমি উক্ত মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আপনার মন্তব্য লিখুন