গার্ড অব অনারে সরাইলে’র বীর মুক্তিযোদ্ধা আনজুর দাফন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ , ২৯ আগস্ট ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল: ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল ফয়েজ আনজু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।
রোববার (২৯ আগস্ট) সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্রাপাড়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাদ আছর উপজেলার কুট্রাপাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন, সরাইলউপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল।এ সময় সরাইল থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল ফয়েজ আনজুর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের রুহের মাগফেরাতে সকলের কাছে দোয়া কামনা করা হয়। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।
আপনার মন্তব্য লিখুন