ব্রাহ্মণবাড়িয়ায় ২২জনের মৃত্যু ঘটনায় মোকতাদির চৌধুরী এমপির শোক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ , ২৮ আগস্ট ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবোঝাই ট্রলারডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
আজ শনিবার (২৮ আগস্ট) এক শোকবার্তায় সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসাধীন মোকতাদির চৌধুরী এমপি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। এছাড়া নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে দুর্ঘটনার পরপরই মোকতাদির চৌধুরী এমপি দুবাই থেকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন। একইসঙ্গে তিনি দুর্ঘটনায় নিখোঁজদের খুঁজে বের করার পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা প্রদানের নির্দেশনাও দেন।
উল্লেখ্য, বালুবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষের পর আরেক ট্রলারের ধাক্কায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ২২ জনের লাশ উদ্ধার হয়েছে।
স্থানীয় লোকজন জানান, গতকাল বিকেলে বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে জেলা সদরের উদ্দেশে যাত্রীবাহী ট্রলারটি রওনা হয়েছিল। সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নে তিতাস নদ-সংলগ্ন লইছকা বিলে আসার পর দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
আপনার মন্তব্য লিখুন