তিতাস নদীর লইস্কার বিলে নৌকা ডুবির ঘটনায় মৃত ২২ জনের পরিচয় মিলেছে স্বজনের মামলা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ , ২৮ আগস্ট ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি :গতকাল ২৭ আগষ্ট ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর লইস্কার বিলে নৌকা ডুবির ঘটনা ঘটে । ইন্ঞ্জিনচালিত নৌকাটিতে আনুমানিক ১২০ জন যাত্রীসহ বিজয়নগরের চম্পকনগর থেকে সদর থানার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে লইস্কা নামক স্থানে বিপরীত দিক থেকে বালু বোঝাই ইঞ্জিনচালিত নৌকার সাথে মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনচালিত যাত্রীবাহি নৌকাটি যাত্রী সহ ডুবে যায়। অধিকাংশ যাত্রী তাৎক্ষনিক সাঁতরিয়ে নদীর কূলে উঠে। ডুবে যাওয়া যাত্রীদের মধ্যে এ পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন-১। তাকওয়া (৮), ২। আরিফ ভূইয়া( মামুন(২০) ৩। মঞ্জু বেগম(৬০), ৪। ফরিদা বেগম(৪০), স্বামী—জজ মিয়া, ৫। মুন্নি ৬। মিনারা বেগম, ৭। অঞ্জলী বিশ্বাস(৩০) ৮। কমলা বেগম( রৌশনারা), ৯। মোমেনা বেগম (৫৫) ১০। তানভীর (৮), ১১। সাজিম (৭) ১২। শারমিন (১৮) ১৩। কাজলী বেগম, ১৪। তাসফিয়া মীম (১২), ১৫। ঝরনা বেগম (৫৫) ময়নসিংহ,১৬। তিথিবা বিশ্বাস (২), ১৭। সিরাজুল ইসলাম (৫৮), ১৮। মাইদা আক্তার (৬) , ১৯। সাজিদ (৩)—ময়মনসিংহ, ২০। মোছাঃ রুবিনা আক্তার, ২১। মোসাঃ নুসরাত জাহান, ২২। নাফসা আক্তার (০৩)।
তন্মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল হতে ২০ টি লাশ এবং ঘটনাস্থল হতে ০২ টি লাশ মৃত ব্যক্তিদের পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে বুঝিয়ে দেয়া হয়েছে এবং প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
সাময়ীকভাবে উদ্ধার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।স্হানীয় লোকজন কিংবা অন্য কেহ নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ রয়েছে এমন দাবী কেউ করছেন না বিধায়। এলাকায় মাইকিং করা হয়েছে। এরপরও কেউ যদি নিখোঁজ দাবী করেন। তথাপি ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও পুলিশ কতৃর্ক উদ্ধার কার্যক্রম আবার শুরু করবে। দূর্ঘটনায় কবলিত নৌকাটি এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। নৌকাটি উদ্ধার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর নৌরুটে নৌকাকা চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
ঘটনায় জড়িত ০৫ জন ব্যক্তিসহ ০২ টি বাল্কহেড (ইঞ্জিনচালিত বালুর নৌকা)-সহ আটক করা হয়েছে।
নৌকা ডুবির এঘটনায় শনিবার (২৮ আগস্ট) দুপুরে সেলিম মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলাটি দায়ের করেন। সেলিম মিয়া বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের গেড়াগাঁও গ্রামের বাসিন্দা। নৌকাডুবি দুর্ঘটনায় তাঁর চারজন স্বজন মারা গেছেন বলে জানিয়েছেন পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুইজনকে গ্রেফতারে অভিযান চলছে।
আপনার মন্তব্য লিখুন