জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ , ২৮ আগস্ট ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ শহিদুল ইসলাম:খুলনা প্রতিনিধি।খুলনার ডুমুরিয়া উপজেলায চুকনগরে ১৫ ই জাতীয় শোক দিবস উপলক্ষে ঋষি ফাউন্ডেশন চুকনগর ব্রাঞ্চ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১পালিত হয় ২৮/০৮/২০২১ ইংরেজি রোজ শনিবার বেলা ১০টায়। এ সময়ে ঋষি ফাউন্ডেশন এর প্রত্যেক সদস্যকে ১ টি করে কদবেল এবং তেজপাতা চারা হস্তান্তর হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ মোস্তাফিজুর রহমান( পি ও) মোঃ সাহিদুল ইসলাম (বি এম) মোঃ আশরাফুল (এস ও) সুকান্ত সরদার (এফ ও) বিপ্লব কুমার (এফ ও) প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন