সরাইলে পরকীয়ার অভিযোগে বিধবার মাথা ন্যাড়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ , ২৭ আগস্ট ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পরকীয়ার অভিযোগে এক বিধবা নারীকে মাথা ন্যাড়া করে নির্যাতন করার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এই ঘটনায় জড়িত থাকায় রাশিদা বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, বরিশাল জেলার তাছলিমা আক্তার (৪৫) নামের এক নারীর বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরে। তার স্বামী মারা যাওয়ায় তিনি বর্তমানে বিধবা। স্বামীর মৃত্যুর পর সুহিলপুর গ্রামেই স্বামীর বাড়িতে বসবাস করছেন তাছলিমা। এরই মাঝে জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মৃত জাহের মিয়ার ছেলে মেরাজুলের (৩৫) সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন। পরকীয়ার বিষয়টি মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার জানতে পারে এবং এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়াহতো। গত ২২ জুলাই তাছলিমাকে মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার তার বাবার বাড়িতে মুঠোফোনে যোগাযোগ করে আসতে বলেন। সেখানে তাছলিমা গেলে তানজিনা ও তার বোন রাশিদাসহ আরও কয়েকজন মিলে তাকে মারধর করে এবং মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। এ সময় ঘটনাটি তারা ভিডিও করে রাখে। সেই ভিডিও বৃহস্পতিবার ফেসবুকের একটি আইডি থেকে পোস্ট করা হয়।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে অভিযান শুরু করে পুলিশ। এই ঘটনায় তাৎক্ষণিক তানজিনার বোন রাশেদা বেগমকে আটক করা হয়েছে। এছাড়াও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেফতার করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত আছে।
আপনার মন্তব্য লিখুন