নদী পথে নিরাপদ যাত্রা নিশ্চিতের দাবিতে নোঙরের মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ , ২৫ আগস্ট ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদীপথে নিরাপদ যাত্রা নিশ্চিতের দাবিতে নদী নিরাপত্তা সামাজিক সংগঠন ‘নোঙের’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় নবীনগর সদর লঞ্চঘাট টার্মিনালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙর নবীনগর উপজেলা শাখার আহ্বায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম, ডা. মো. আব্দুর রোফ, নোঙর কর্মি দার্শনিক মোজাম্মেল হক, নোঙর কর্মি প্রভাষক আইনুল হক, শিক্ষক মো. খলিলুর রহমান, সামাজিক সংগঠন গ্রীন নবীনগরে প্রতিষ্ঠাতা মাহাবুব রহমান, নোঙর কর্মি হাজিয়া বিনতে বাসেদ, নোঙর কর্মি কবি কেএম সফর আলি, নোঙর কর্মি জান্নাতুল সাফি, নোঙর কর্মি শেখ হাবিব, নোঙর কর্মি সজীব বর্মন, নোঙর কর্মি ফরহাদুল ইসলামসহ আরো অনেকেই।
এসময় বক্তারা নৌ-পথে নিরাপদ যাত্রা নিশ্চিতের লক্ষে যাত্রীদের লাইফ জ্যাকেট, বয়াসহ নৌযানে অভিজ্ঞতা সম্পন্ন চালক নিশ্চিতের জোর দাবি জানান।
পরে নোঙর কর্মিরা নৌ-নিরাপত্তা নিশ্চিতের লক্ষে সুনির্দিষ্ট কিছু দাবি উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত স্মারক লিপি প্রদান করেন।
আপনার মন্তব্য লিখুন