স্পিডবোটের ঢেউয়ে নৌকা ডুবে প্রাণ গেল দম্পতির, শিশুসন্তান নিখোঁজ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ , ২৪ আগস্ট ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে ঢেউয়ে নৌকা উল্টে পানিতে ডুবে রিয়াদ (৩০) ও লিজা আক্তার (২৫) নামের দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। এ ঘটনায় মারিয়া (৭) নামে তাদের শিশুসন্তান নিখোঁজ রয়েছে।
সোমবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ভৈরবনগর-উরখুলিয়ার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রিয়াদ উপজেলার কাইতলার দুলাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রিয়াদ পরিবারসহ সিলেট থাকতেন। সোমবার তারা নবীনগরে অন্যদের সঙ্গে তিতাস নদীতে নৌকা ভ্রমণে বের হন। ভৈরবনগর-উরুখুলিয়ার মাঝামাঝি এলে পাশ দিয়ে যাওয়া স্পিডবোটের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এতে পানিতে ডুবে রিয়াদ ও লিজা মারা যান। বাকি আরও তিনজন সাঁতরে তীরে উঠে আসেন। তবে তাদের শিশু সন্তান মারিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ দুটি হাসপাতালে রাখা আছে।
আপনার মন্তব্য লিখুন