১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ , ২৪ আগস্ট ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর৩টায় উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. আরিফুল হক মৃদুল।সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, সরাইল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আসলাম হোসেন, সভায় বক্তারা, উপজেলায় চুরি, ডাকাতি,মাদকের ছড়াছড়ি, যানজট, সরকারি জায়গা,ফুটপাত দখল,বাল্য বিয়ে,শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ইট রাখা,চিহ্নিত ডাকাত দেরকে আলোর পথে ফিরিয়ে আনার উদ্যোগ, রাস্তার পাশে গাছ গাছালি পরিষ্কার করা, এ সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে বলে জানান, সভার সভাপতি ইউএনও মো. আরিফুল হক মৃদুল। এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা গত মাসের মামলার পরিসংখ্যান তুলে ধরে বলেন, সরাইল শান্তির জনপদ। এই জনপদের মানুষ যেন নির্বিঘ্নে স্ব-স্ব অবস্থানে শান্তিতে বসবাস করতে পারে এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন,অপরাধ যারা করবে তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন,সবার সমন্বয়ের প্রচেষ্ঠায় উপজেলায় সকল অপরাধ রোধ করা সম্ভব। তিনি আরো বলেন, সভায় সকল ইউপি চেয়ারম্যানরা উপস্থিত থাকলে ভালো হয়।

আমরা সকলেই যার যার অবস্থান থেকে কাজ করলে, সরাইলকে আরো সুন্দর শান্তির জনপদ গড়ে তুলা সম্ভব।সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক,সরাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাইমুনা জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা, ফাতেমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আবু তালেব মিয়া, প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2021
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন