বঙ্গমাতা ফুটবলে ব্রাহ্মণবাড়িয়ার বালিকারা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ , ২৪ আগস্ট ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
স্টাফ রিপোর্টার: বেলা আড়াইটায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খাগড়াছড়ি জেলা দলকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে বিভাগীয় শ্রেষ্ঠত্বের স্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা।
ফাইনাল ম্যাচে দুটি গোল করেছেন ব্রাহ্মণবাড়িয়া দলের আরিফা আক্তার। অপর গোলটি আসে পূজা রানী দাসের কাছ থেকে। আসরে ব্রাহ্মণবাড়িয়া দলের গোলরক্ষক পূজা রানী দাস সেরা গোলদাতার পুরস্কার জিতে নিয়েছেন ।
ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনের পক্ষ থেকে জেলা বালিকা ফুটবল দলের তত্ত্বাবধানকারী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অঞ্জন দাস চ্যাম্পিয়ন হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে অঞ্জন দাস জানান, বিভাগীয় পর্যায়ে আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল ম্যাচ আজ মঙ্গলবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুপুর আড়াইটায় বালিকা বিভাগের ফাইনালে খাগড়াছড়ি জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পরস্পরের মুখোমুখি হয়।
আপনার মন্তব্য লিখুন