সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত একজন ফেইসবুকে ভাইরাল আরেকজন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ , ১৬ আগস্ট ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া সদরে রাত ৮টার পর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শাহাবুদ্দিন মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সে ঘটনায় একটি ফেইসবুক আইডি থেকে আরেকজনের ছবি দিয়ে বলা হয়, (জনপ্রিয় আচার ব্যবসায়ী স্কুল-কলেজ শিক্ষার্থীরা যাকে মামা বলে চিনেন) শাহাবুদ্দিন নামের এই ব্যক্তি ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন।
যার ছবি দেয়া হয়, তিনি জামাল মিয়া। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের গেটের পাশে ১৫ বছর ধরে তিনি বিভিন্ন ফলের ভর্তা ও আচার বিক্রি করেন। এ কারণে এলাকাবাসী ও শিক্ষার্থীদের কাছে তিনি বেশ পরিচিত।ওই রাতে জামাল মিয়া ফেইসবুক লাইভে এসে জানান, তিনি জীবিত আছেন
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সালাউদ্দিন খান নোমান জানান, ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির নাম শাহাবুদ্দিন মিয়া। বাজার থেকে বাড়ি ফিরতে রোববার সন্ধ্যায় রিকশা নেন তিনি। রিকশাচালক সিগন্যাল না মেনে রেলগেট পার হতে গেলে ট্রেনটি ধাক্কা দেয়।ঘটনাস্থলেই শাহাবুদ্দিন নিহত হন। রিকশাচালক শাহজাহানকে আহত অবস্থায় নেয়া হয় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে।
আপনার মন্তব্য লিখুন