বিজয়নগর ছাত্রলীগের উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা ও করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ , ১৪ আগস্ট ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলার ছাত্রলীগের উদ্যোগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা ও করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করা হয়েছে। উপজেলার আউলিয়া বাজারে উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এস.এম মাহাবুব হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হানিফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আবির আহমেদ উসমান, খায়রুল আলম, সাগর সিরাজী, তামিম, সাব্বির আহমেদ,ইরফান মাহমুদ,শিপন ভূইয়া, রহমতুল্লাহ বাবু প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এস.এম মাহাবুব হোসেন বলেন, স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের নির্দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়ার জন্য ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে অক্সিজেন সেবা এবং করোনা প্রতিরোধক বুথ চালু করেছি। অক্সিজেন সেবার জন্য হটলাইনে নাম্বার দেয়া হয়েছে। যাদের অক্সিজেন সেবা দরকার তারা হটলাইনে ফোন করলেই তাদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পাঠানো হবে।
আপনার মন্তব্য লিখুন