মরুভূমির অভ্যন্তরে “জীবিত সাহাবী গাছ “
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ , ১৪ আগস্ট ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাঈ নামক স্থানে অবিশ্বাস্যভাবে গত ১৫০০ বছর ধরে দাঁড়িয়ে আছে অবিশ্বাস্য এক গাছ। প্রিয় রাসূল (সাঃ)এর সুহবতে স্মৃতি বিজড়িত এ গাছটি’সাহাবি গাছ'(The Blessed Tree)নামে পরিচিত। প্রিয় নবীর ১২ বছর বয়সে ৫৮২ খ্রিষ্টাব্দে তার চাচা আবু তালিবের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে জর্ডানের শত,শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত মরুভূমীতে ক্লান্ত হয়ে বিশ্রামের জায়গা খুঁজছিলেন।কিন্তু কোথাও কোনো জায়গা না পেয়ে শেষে লতা-পাতা হীন শীর্ন ও মৃতপ্রায় এক গাছের নিচে আশ্রয় নেন তারা।তখন তাদের ছায়া প্রদানের জন্য আল্লাহর নির্দেশে ঐ গাছটি সজীব হয়ে উঠে।আর সেই গাছটিই বর্তমানে’সাহাবী গাছ’।আশ্চর্যের বিষয়,গাছটি যেখানে অবস্থিত তেমন স্থানে কোনো গাছ বেঁচে থাকা সম্ভব নয় এবং আশে পাশের কয়েক শত কিলোমিটারের মধ্যে আর কোনো গাছ নেই।উত্তপ্ত বালুকাময় মরুভূমির মাঝে সবুজ পত্র পল্লবে ভরা গাছটি এখনও একা দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে এবং সে সাথে প্রিয় রাসূল (সাঃ) এর স্মৃতি আঁকড়ে ধরে রেখেছে।
সংগৃহীত
আপনার মন্তব্য লিখুন