ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় মারা গেলেন সাংবাদিকের স্ত্রী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ , ১৩ আগস্ট ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নিজস্ব প্রতিবেদক: দৈনিক মানবজমিনের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রতিনিধি আমিরজাদা চৌধুরীর সহধর্মিণী নয়ন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ঢাকার ডিএনসিসি হাসপাতালে চিকাৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
সাংবাদিক আমিরজাদা চৌধুরী জানান, গত ২৫ জুলাই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ঢাকার আল বারাকা হাসপাতালে ভর্তি হয় নয়ন। পরে করোনাভাইরাস শনাক্ত হলে তাকে ডিএনসিসি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ২৭ জুলাই থেকে আইসিইউতে ছিল নয়ন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় মারা যায়। বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর কবরস্থানে জানাজার পর নয়নকে দাফন করা হবে।
আপনার মন্তব্য লিখুন