বাতিঘর এর উদ্যোগে বেওয়ারিশ লাশের জানাজা ও দাফন সম্পন্ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ , ১৩ আগস্ট ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নিজস্ব প্রতিবেদক: কসবা থেকে উদ্ধার হওয়া একটি বেওয়ারিশ লাশের সন্ধ্যান পেয়ে বাতিঘরের সদস্যদের নিয়ে গোসল-কাফনের পর যানাযার নামাযের পর মেড্ডা কবরস্থানে দাফনকাজ সম্পূর্ণ করা হয়।
আজ১৩ আগস্ট বিকেলে কসবার একটি রাস্তার পাশে একজন অজ্ঞাত ব্যক্তি (৪৫) মৃত্যুবরণ করেন। পরে কসবার থানার পুলিশ উদ্ধার করে লাশটি সদর হাসপাতালে মর্গে পাঠান। কিন্তু ওই বেওয়ারিশ লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। পরে আজ আছর নামাযের পর মেড্ডা স্যার গুদাম চত্বরে সামনে জানাযা হয়। জানাজা শেষে মেড্ডা কবরস্থানে বাতিঘরের সদস্যদের নিয়ে একটি কবরে লাশের দাফনকাজ সম্পূর্ণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন