ব্রাহ্মণবাড়িয়ায় শনাক্তের হার বাড়ার সাথে সাথে তীব্র হচ্ছে অক্সিজেন সংকট।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ , ৫ আগস্ট ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় করোনা শনাক্তের হার বাড়ার সাথে সাথে তীব্র হচ্ছে অক্সিজেন সংকট। জেনারেল হাসপাতালেও কমেছে অক্সিজেনের সরবরাহ। পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ায় রোগীদের বাধ্য হয়েই বাইরে থেকে চড়া মূল্যে কিনতে হচ্ছে অক্সিজেন। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ।
বুধবার (৪ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল তত্বাবধায়ক ডাক্তার মোঃ ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, করোনা শনাক্তদের চিকিৎসায় সক্ষমতা বাড়ানোর চেষ্টা অব্যহত রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। জুলাই মাসের শুরু থেকেই জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে গেছে। প্রতিদিন শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। সে সাথে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে ভর্তিকৃত রোগীর সংখ্যা। জেনারেল হাসপাতালে ৭০টি করোনার বেড রয়েছে। এতে ভর্তি রয়েছে অর্ধশতাধিক রোগী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জেনারেল হাসপাতালে প্রতিদিন প্রায় ২ লাখ লিটার অক্সিজেনের চাহিদা রয়েছে। সরবরাহ রয়েছে মাত্র ১ থেকে ১ লাখ ২০ হাজার লিটার। রোগীরা হাসপাতাল থেকে সীমিত অক্সিজেন পেলেও বাইরে থেকে উচ্চ মূল্যে কিনে চাহিদা মেটাতে হচ্ছে।
সংকট মোকাবেলায় আগামী সপ্তাহে অক্সিজেন প্লান্টের কার্যক্রম শুরু হবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোঃ একরাম উল্লাহ।
আপনার মন্তব্য লিখুন