চেয়ারম্যানের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে নিজ ঘরে অবরুদ্ধ করে শারীরিক নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে বিষ্ণুপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. জামাল উদ্দিন ভূঁইয়ার (৪২) বিরুদ্ধে।
গত মঙ্গলবার (৩ জুলাই) এই বিষয়ে বিজয়নগর থানায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় উল্লেখ্য করা হয়েছে, জামাল চেয়ারম্যান এর ছতুরপুর গ্রামের বাড়ির পাশে সৌদি প্রবাসীর স্ত্রী রেহেনা বেগমের স্বামী দীর্ঘদিন ধরে বিদেশ থাকেন। এই সুযোগে অত্র এলাকার ইউপি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন ভূঁইয়া ও তার বাহিনী রেহেনা বেগমকে ঘরে বাইরে নানা সময়ে যৌন হয়রানির চেষ্টা করে আসছেন। রেহেনা বেগমকে নিজ বসত ঘরে তালাবন্ধ রেখে অবরুদ্ধ করে বাড়িতে যেন কেউ আসতে না পারে বাড়ির চারপাশে চেয়ারম্যান এর লোকজন পাহারায় থাকেন। এ সময় গৃহবধূ রেহানাকে ধর্ষণের চেষ্টা চালান এবং হুমকি দিয়ে বলেন যদি এই ঘটনা কাউকে জানানো হয় বা থানায় মামলা করে তাহলে রেহানাকে প্রানে মেরে ফেলা হবে।
ভুক্তভোগী রেহেনা বেগম বলেন, আজ ৬ মাস যাবত জামাল চেয়ারম্যান আমার উপর অত্যাচার করে আসছেন আমি কোন বিচার পাচ্ছি না। আমার বসত ঘরে রাতের বেলা টিন কেটে প্রবেশের চেষ্টা করে। চেয়ারম্যান একজন মাদক ব্যবসায়ী ও নারী লোভী। সব সময় মাদক সেবন করে মাতাল অবস্থায় আমার এবং আমার ৩ সন্তানের উপর অমানবিক নিষ্ঠুর নির্যাতন করছে।
আরও বলেন,গত বৃহস্পতিবার (২৯ জুলাই) এই বিষয়ে অত্র উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর স্ত্রী ভুক্তভোগী রেহেনা বেগম। এর আগেও এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।আমি প্রশাসনের কাছে চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক বিচার চাই।
এঘটনার বিষয়ে জানতে চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়ার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মির্জা হাসান বলেন,রেহেনা বেগম থানায় একটি মামলা দায়ের করেছেন। যা আমি নিজেই এ মামলা তদন্ত করছি।তদন্তের পর আইনগতভাবে ব্যবস্হা নেওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন