ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষায় এসে লাইনে দাঁড়ানো অবস্থায় এক ব্যক্তির মৃত্যু।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ , ২৮ জুলাই ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মনবাড়িয়া ২৫০ শয্যা সদর হাসপাতালে মহামারী করোনা পরীক্ষা করতে এসে লাইনে দাঁড়ানো অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৮ জুলাই) সকাল জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ঘটনাটি ঘটে।
মৃত ব্যক্তির নাম ইকবাল মিয়া (৪৩)। তিনি সদর উপজেলার নাটাই ইউনিয়নের বিহাইর গ্রামের শহিদুল ইসলামের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টায় শহিদুল হাসপাতালটিতে করোনা পরীক্ষা করতে আসে। সেসময় পরীক্ষার জন্য দীর্ঘ লাইন ছিল। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ করে পড়ে যান। সঙ্গে সঙ্গেই তার মৃত্যৃ হয়। এ ঘটনায় হাসপাতালের অন্যান্য রোগীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে।
আপনার মন্তব্য লিখুন