১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

খুলনায় বিদুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের করুন মৃত্যু।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ , ২৬ জুলাই ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

স্টাপ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম।খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে বিদুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের করুন মৃত্যু হয়েছে আনুমানিক সকাল ০৮ টার দিকে রোজ সোমবার ।
মৃত্যু ব‍্যক্তির নাম মোঃ আলী আহম্মেদ ফকির ৩০ বছর। পিতার নাম মোঃ রজব আলী ফিকির ৬৫ বছর।

মৃত ব‍্যাক্তির পরিবার ও প্রতিবেশি সুত্রে চ‍্যানেল টি 10 এর প্রতিনিধিকে জানান, সকালে খাওয়া দাওয়ার পরে দুই ভাই আর একজন মোট ৩ জন মিলে আমন ধান চাষের জন‍‍্য নিজ জমিতে ধানের চারা /পাতা মারতে যায়।

কিন্তু জমিতে পরিমাণ পানি না থাকায়, নিজের মটর দ্বারা পানির ব‍্যাবস্হা করেন,এবং পরে প্রয়োজনিয় পানি হয়ে গেলে মটরের সুইস অপ করতে যায়, কিন্তু পরে আর ফিরে আসেনি। অনেকক্ষন হয়ে গেলেও না আসায় পরে তার বড় ভাই গিয়ে দেখে মৃতমত অবস্থায় পড়ে আছে। পরে চুটাচুটি করে চুকনগর স্হানীয় প্রাইভেট ক্লিনিকে নিলে মৃত বলে ঘোষণা করে।

মুহুর্তের মোধ‍্যে এলাকায় কালো মেঘের ন‍্যায় শোকের ছায়া নেমে আসে এবং কান্নার রোল পড়ে যায়।খবর পেয়ে ঘঠনা স্হালে হাজির হোন মাগুরাঘোনা বিট পুলিশের এস,আই হাবিবুল্লাহ, এ এস আই সোহেল রানা। এমন মৃতুর কারনে ডুমুরিয়া থানায় একটি অপমৃতু মামলার প্রস্ততি চলছিলো।

শোকসমাপ্ত পরিবারের পাশে সমবেদনা জানাতে ছুটে আসে এলাকার প্রভাব শালী নেতৃবৃন্দ। ৬ নম্বর মাগুরাঘোনা ইউনিয়নের সম্ভবও চেয়ারম্যান পদপ্রর্থি, মোঃ রফিকুল ইসলাম (হিলাল), স, ম রোকোনুজ্জামান (মন্টু ) মোঃ সাহাদাদ হালদার, পমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2021
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন