৫ বছর আগে হয়েছে প্রতিবন্ধী কার্ড, ভাতা মেলেনি আজও
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ , ২৩ জুলাই ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
শারীরিক প্রতিবন্ধী আসেদা বেগম (৩৬)। পাঁচ বছর আগে বহু কষ্টে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড জোগাড় করেছিলেন। কিন্তু কার্ডধারী হয়েও তার ভাগ্যে জোটেনি প্রতিবন্ধী ভাতা।
নিজের বলতে কোনো জমিই নেই। অন্যের বাড়িতে থেকে ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে বেঁচে আছেন তিনি।
শারীরিক প্রতিবন্ধী আসেদা বেগম (৩৬)। পাঁচ বছর আগে বহু কষ্টে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড জোগাড় করেছিলেন। কিন্তু কার্ডধারী হয়েও তার ভাগ্যে জোটেনি প্রতিবন্ধী ভাতা।
নিজের বলতে কোনো জমিই নেই। অন্যের বাড়িতে থেকে ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে বেঁচে আছেন তিনি।
আসেদা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে।
আসেদা বেগম বলেন, ‘জন্মের পর থেকে আমি এই ভিটিদাউদপুর গ্রামে থাকি। নিজের কোনো বাড়ি নাই, তাই অন্যের বাড়িতে থাকি। গ্রামের কয়েকজন মিলে বুদ্ধি প্রতিবন্ধী নূর মুহাম্মদের (৫২) সঙ্গে বিয়ে দেয়। সেই থেকে পাগল জামাই নিয়ে থাকি। পুলা-মাইয়া নাই।’
পঙ্গু আসেদা বেগম আক্ষেপ করে বলেন, ‘এই কার্ড ঘরে রেখে কী লাভ? পাঁচ বছর আগে কার্ড পাইছি (কার্ড নম্বর ১২১১৩৬৬৫৭৫৪৪৩৫-০৬)। এই কার্ড তো আমারে খাওন দেয় না। গ্রামের মেম্বারের কাছে গত চার বছর ধরে গেলেও তিনি আমারে কোনো সাহায্য করেননি। তিনি নিজের পরিচিতদের ভাতা দেন।’
(সংগৃহীত rising bd. Com)
আপনার মন্তব্য লিখুন