ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় নতুন আক্রান্ত ১৬০ মৃত্যু ৩
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ , ১৮ জুলাই ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নিজস্ব প্রতিবেদক; ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘন্টায় মুগদা ও আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এবং পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এসব রোগী মারা যায়। তাদের সকলের বাড়ি জেলার আশুগঞ্জ উপজেলায়। এর মধ্যে ১ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে।
এ নিয়ে জেলায় মৃতের সংখ্য দাঁড়ালো ৭৯ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫শ ৩৪ জন।
ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। করোনায় আক্রান্তরা হলেন, সদর উপজেলার ১০১ জন, কসবায় ৩০ জন. সরাইলে ৯ জন, আখাউড়ায় ৫ জন, আশুগঞ্জে ৬ জন, নাসিরনগরে ৩ জন, বিজয়নগরে ২ জন ও নবীনগরে ৪ জন। এদিকে গত ২৪ ঘন্টায় নুতন করে আরো ১৪ জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৪ হাজার জন সুস্থ হয়েছে
আপনার মন্তব্য লিখুন