আশুগঞ্জে ২৩১ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ , ১৮ জুলাই ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল আকন্ঞ্জি :ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লালপুর থেকে ২৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টায় উপজেলার লালপুর দয়াময় আশ্রম সংলগ্ন একটি কাঠ বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন উপজেলার লালপুর গ্রামের মৃত উবায়দুল মিয়ার ছেলে মহসিন (৪৫) ও আনোয়ার হোসেনের ছেলে আফজাল (২৩)। এসময় একই গ্রামের মৃত যোগেশ দাসের ছেলে সঞ্জিত দাস(৪৩) নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
আশুগঞ্জ থানার এসআই জিয়া উদ্দিন জানান, উল্লেখিত মাদক ব্যবসায়ীরা এলাকায় মাদকদ্রব্যের পাইকারী বিক্রেতা হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহসিনকে ১৭১পিস ও আফজালকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ী সঞ্জিত দাস পালিয়ে যায়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন