প্রকাশিত উদ্দেশ্য মূলক সংবাদের প্রতিবাদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ , ১৪ জুলাই ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার একটি অনলাইন নিউজ পোর্টালে ‘তিনি ছাত্রলীগ নেতা নাকি মাদক ব্যবসায়ী?’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে আমাকে কিশোর গ্যাং নেতা উল্লেখ করে মনগড়া-বানানো তথ্য-উপাত্ত দিয়ে মাদক ব্যবসায়ী হিসেবে অ্যাখ্যায়িত করা হয়েছে। আমি উক্ত মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্র-উদ্দেশ্যমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃতপক্ষে আমি ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি বঙ্গবন্ধুর মহান আদর্শে অনুপ্রাণীত হয়ে ছাত্রলীগের রাজনীতি করে আসছি। আমার কর্মগুণে জেলা ছাত্রলীগ আমাকে ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করে, আমি সেই দায়িত্ব আন্তরিকতা-নিষ্ঠা ও ছাত্রলীগের মূলনীতি অনুসরন করে ওয়ার্ডে ছাত্রলীগের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করেছি। আমার সৎ-নিষ্ঠা রাজনীতিকে স্বীকৃতি দিয়ে ২০১৩ সালে ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব দেয়, এরপর ২০১৮ সালে অনুষ্ঠিত সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক-১ পদে নির্বাচিত করেন। সেই থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের অভিভাবক মোকতাদির চৌধুরী এমপি’র নির্দেশনাসহ বাংলাদেশ ছাত্রলীগের মূলনীতিকে সামনে রেখে সৎ, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। এ যাবত আমার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক সেবন কিংবা মাদক ব্যবসার কোনো অভিযোগ উঠেনি। এছাড়া আমার ওয়ার্ডে কিশোর গ্যাং নামে কোনো সংগঠনের অস্তিত্ব নেই, কোনো তৎপরতা নেই এবং এ বিষয়ে আমি কিছু জানি না এবং আমার বিরুদ্ধে এ বিষয়ে কোথাও কোনো অভিযোগ নেই। এছাড়া আমার ছাত্ররাজনীতি নিয়েও কোনো ধরনের অভিযোগ নেই। আমার ছাত্ররাজনীতিতে ঈর্ষান্বিত হয়ে আমাকে সামাজিকভাবে হেয় করা, মান-সম্মান ভুলুন্ঠিত করার অপপ্রয়াসে কিংবা কারো দ্বারা অসৎভাবে অনুপ্রাণীত হয়ে মিথ্যা গাল-গল্প লিখে নিউজ পোর্টালটি এ সংবাদ প্রকাশ করেছে। এছাড়া সংবাদে ওয়ার্ড কাউন্সিলর তাঁর বক্তব্যে ‘আমি মাদক ব্যবসা করি’ নামে যে বক্তব্যটি প্রকাশিত হয়েছে তাও মিথ্যা। জনাব কাউন্সিলর এ ধরণের কোনো বক্তব্য দেননি বলে ব্রাহ্মণবাড়িয়ার সচেতন মহলকে জানিয়েছেন এবং এ বক্তব্য প্রকাশিত হওয়ায় তিনিও প্রতিবাদ জানিয়েছেন। সর্বোপরি যেসব মিথ্যা তথ্য-উপাত্ত দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, আমি উক্ত মিথ্যা সংবাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হব।
আপনার মন্তব্য লিখুন