১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

আইনমন্ত্রীর নির্দেশে কসবার ৯২ ওয়ার্ডে সচেতনতামূলক মাইকিং ছাত্রলীগের

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ , ১৩ জুলাই ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল আকন্ঞ্জি, স্টাফ রিপোর্টার :ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছে। গত কয়েকদিন ধরে তুলনামূলকভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার চিত্র ফুটে উঠেছে।

এ অবস্থায় জেলাসহ নিজ সংসদীয় এলাকা কসবা-আখাউড়ার খোঁজ খবর নেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। পাশাপাশি এ বিষয়ে সব ধরণের ব্যবস্থা নিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
এরই আলোকে মঙ্গলবার কসবায় একযোগে পুরো উপজেলায় সচেতনতামূলক মাইকিং করেছে ছাত্রলীগ। মোট ৯২টি ওয়ার্ডে আলাদা আলাদভাবে এ মাইকিং করা হয়। পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন খান রিমন এ কার্যক্রমে নেতৃত্ব দেন ও তিনি নিজেও মাইকিং করেন।

মাইকিংয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বরাত দিয়ে মাইকিংয়ে বলা হয়, কসবায় করোনা সংক্রমণ বেড়ে গেছে। আইনমন্ত্রী সবাইকে ঘরে থাকার ও স্বাস্থ্যবিধি মানার জন্য অনুরোধ করেছেন। কেউ যেন অপ্রয়োজনে ঘর থেকে বের না হন ও বের হলে যেন মাস্ক ব্যবহার করেন সেই অনুরোধ করা হয়।মাইকিংয়ে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2021
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন