সার্বক্ষনিক অক্সিজেন সাপোর্টের বিকল্প উৎস নেই
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ , ৮ জুলাই ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নিজস্ব প্রতিবেদকঃ সার্বক্ষনিক অক্সিজেন সাপোর্টের বিকল্প উৎস নেই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে। এতে করোনা চিকিৎসায় বিরাজ করছে চরম বিশৃঙ্খল পরিস্থিতি। বিদ্যুৎ বিভ্রাটে এই আধুনিক হাসপাতালে রোগীদের অবস্থা অনেকটাই নাকাল। এতে প্রভাব পড়ছে কোভিড আক্রান্তদের অক্সিজেন সরবরাহেও।
হাস্পাতালের সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট নির্মাণকাজও চলছে ধীরগতিতে। এতে করোনা পরিস্থিতির অবনতি হলে চিকিৎসা সেবায় বিপর্যয়ের আশংকা করছেন সাধারণ মানুষ। তবে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সেন্ট্রাল অক্সিজেন চালুসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা।
ব্রাহ্মণবাড়িয়া জেলার জনসংখ্যা প্রায় ৩০ লাখ। বিশাল এই জনগোষ্ঠীর জন্য জেলায় মাত্র ২১৪ টি করোনার বেড রয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রয়েছে ৫০ টি। শুধু তাই নয় করোনার চিকিৎসায় আধুনিক কোনো যন্ত্রপাতি নেই এখানে।
সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, আইসিইউ, আরটিপিসিআর ল্যাব, হাইপ্রোন্যাজল ক্যানোলাসহ চিকিৎসা ব্যবস্থার ব্যাপক ঘাটতি রয়েছে। নতুন করে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট।
দীর্ঘদিন যাবৎ জেনারেটর বিকল থাকায় আইসোলেশন ও হাসপাতালে নির্ধারিত ওয়ার্ডে থাকা রোগীরা দুর্ভোগ পোহাচ্ছে। লোড শেডিংয়ের প্রভাব পড়ছে ম্যানুয়েল পদ্ধতিতে অক্সিজেন সরবরাহেও।
ভুক্তভোগীরা বলছেন, বিদ্যুৎ ঘাটতির ফলে করোনা আক্রান্ত রোগীরা সঠিকভাবে অক্সিজেন পাচ্ছে না। এতে জীবনের ঝুঁকির পাশাপাশি ভীত-সন্ত্রস্ত রয়েছে রোগীদের স্বজনরা। তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন