লকডাউন বাস্তবায়নে কঠোর মুন্সিগঞ্জ জেলা পুলিশ মাঠ পর্যায়ে কাজ করছেন, এসপি আব্দুল মোমেন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ , ৪ জুলাই ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেসুমন সরদার: সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম-এর নেতৃত্বে মাঠ পর্যায়ে লকডাউন বাস্তবায়নে কাজ করছে পুলিশ সদস্যরা। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ৩ শতাধিক পুলিশ সদস্য রয়েছে তৎপর অবস্থানে। লকডাউন বাস্তবায়নের জেলা পুলিশের পক্ষ থেকে চালানো হচ্ছে নানান প্রচার ও প্রচারণ।
এদিকে বিনা প্রয়োজনে ঘর থেকে কেউ বের হলে তাদের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। মুন্সিগঞ্জ জেলায় পুলিশের পাশাপাশি তৎপর রয়েছে সেনাবাহিনী ও বিজিবি, মুন্সীগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৬টি উপজেলায় ইউএনও এসিল্যান্ড বিভিন্ন জাযগায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন।
যারা বিধিনিষেধ মানছে না তাদের মামলা ও জরিমানা করছেন। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই ঘর থেকে বের হতে দিচ্ছে না প্রশাসন। পুলিশের তৎপরতায় ওষুধ, কাঁচামাল, ফলের দোকান ব্যতীত বন্ধ রয়েছে সকল দোকানপাট।
মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম বলেন, মুন্সিগঞ্জ জেলায় সর্বাত্মক লকডাউন চলছে। ৩০টি চেকপোস্ট বসিয়ে সকল যান চলাচল রোধ করা হয়েছে। পুরো জেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। প্রতিদিনই সিনিয়র অফিসাররা মাঠে নেমে কাজ করছেন। এ সময় সরকারি বিধিনিষেধ মেনে চলতে সকলকে বিনীত অনুরোধ করেন তিনি।
আপনার মন্তব্য লিখুন