সরাইলে সত্যিই এক চমৎকার দৃশ্য।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ , ৩ জুলাই ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)সত্যিই এক চমৎকার দৃশ্য এটি। গ্রামের বিলে রাজহাঁসের দল। পানিতেই ওদের চলাফেরা, পানিতেই ওদের আহার।
আমাদের দেশের গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো ঠিক এরকমই। চিরচেনা এক প্রাকৃতিক দৃশ্য যাবে বলা যায়। এই গ্রামকে নিয়েই আমাদের গর্ব। সরাইল উপজেলার কালিকচ্ছ ধর্মতীর্থ গ্রাম আকাশী বিল জুড়ে। ৩ জুলাই শনিবার সকালে এমন একটি দৃশ্যে দেখতে দেখতে ক্যামেরা বন্দী করি। মনে পড়তে আজও আমার বাংলা গ্রাম মায়ের সেই স্মৃতি। ছিল সুখ, হাসি আর ভালবাসা, প্রকৃতই মানুষকে সুন্দর রূপে রূপসী বাংলা রূপ দিয়েছিল। আজ ও মাগো তোমার সেই রাজহাঁস পাখা মেলে পাখির মত আপন সুরে গান করছে সুর তুলে। তোমি মা তোমার হাতের লাঠি দিয়ে চিকন সুরে হাঁসের গানে তাদের পিচনে- পিচনে হাটু পানিতে শাড়ীর আচলটি ভিজিয়ে ঘুরতে ঘুরতে দিয়েছে সবুজের খাবার।
সত্যিই এক চমৎকার দৃশ্য এটি।এ জন্য এর আলোকচিত্রী সত্যি গ্রামের ভালোবাসা ফুটিয়ে তোলে।।
তাইতো কবি বলে তার গ্রাম দেখে, ছোট্ট হলেও গ্রামটা মোদের সকল গ্রামের সেরা,সোনা দিয়ে তৈরী এ গ্রাম
মায়া-মমতায় ঘেরা!সবুজ ঘাসেতে ভরা মাঠ-ঘাট দেখতে লাগে বেশ,গ্রাম-বাংলার রূপ যে কভু দেখা হয়না শেষ!
আপনার মন্তব্য লিখুন