১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সুনামগঞ্জে অসহায় মানুষের মাঝে একহাজার মাস্ক বিতরণ করেন, মেয়র নাদের বখত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ , ২ জুলাই ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো. শাহীন আলম, সুনামগঞ্জ::করোনা ভাইরাসের মহামারী প্রতিরোধে সারাদেশের মতো কঠোর লকডাউনের প্রথমদিনে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে সুনামগঞ্জে সাধারন মানুষের মাঝে একহাজার মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের পৌরবিপণীস্থ,ট্রাফিক পয়েন্ট, মধ্যবাজার, পশ্চিম বাজার, সুরমা মার্কেট ও মাছ বাজারে এ মাস্ক বিতরণ করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র আহমদ নুর, পৌর কাউন্সিলর আবাবিল নুর, মো. মোশারফ হোসেন, চঞ্চল কুমার লৌহ, পৌরসভার সচিব মো. ইসহাক ভূইয়া, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ও মেয়রের ব্যক্তিগত সহকারী মো. নুরুল আমীন প্রমুখ। মেয়র নাদের বখত বলেন, বিশ^ব্যাপী করোনা ভাইরাসের প্রকৌপ বেড়ে গেছে আমরা বাঙ্গালীরা বীরের জাতি হিসেবে আতংঙ্কিত না হলেও এর প্রভাব বাংলাদেশে পরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে করোনা মোকাবেলা করেই দেশের অর্থনীতির চাকাকে সচল রাখা হয়েছে। পাশ্ববর্তী ভারতের ডেলটা প্লাস নামে একটি করোনা ভাইরাসের প্রভাব পড়ায় সকলকে সচেতন করার পাশাপাশি সবাইকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেন। তিনি আরো বলেন, এই করোনা ভাইরাসে হাত পরিস্কার করার পাশাপাশি কোন জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে বের না হতে পৌর নাগরিকদের প্রতি আহবান জানান। তিনি বলেন এই লকডাউনে যারা নিম্নআয়ের মানুষজন রয়েছেন তাদের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করবে বলে তিনি আশ্বস্থ করেন। ##

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2021
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন