১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

চৌদ্দগ্রামে প্রেমের ফাঁদে পেলে সৌদি প্রবাসীর ৬লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ , ২৮ জুন ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি। সৌদি প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে পেলে ৬লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা চৌদ্দগ্রামে ২ সন্তানের জননী জোসনা বেগমের বিরুদ্ধে।

জোসনা বেগম উপজেলার শুভপুর ইউনিয়ন হাজারী পাড়া গ্রামের রমজাল আলীর ২য় মেয়ে ।
জানা যায়, শুভপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের প্রবাসি আলমগীর হোসেনের সাথে জোসনার প্রথম বিবাহ হয়, সংসার জীবনে তার দুইটি সন্তান রয়েছে। পরকিয়া ও অনৈতিক সমপর্কের কারনে স্বামী আলমগীর তাকে তালাক দেয় বলে জানা যায়।
জোসনার বড় বোনের স্বামী কবিরের সহযোগিতায় ও মোবাইল ফোনে কলের মাধ্যমে সমপর্ক গড়ে উঠে সৌদি প্রবাসি তুহিনের সাথে।
ভুক্তভুগি সৌদি প্রবাসী তুহিন জানান, মোবাইল ফোনে কলের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে, জোসনা পবিত্র কোরআন শরিফ শপথ করে তাকে বিয়ে করে, বিয়ের সুবাদে জোসনাকে ৩বছর ধরে, তিন ভরি স্বর্ণসহ ছয় লক্ষ টাকা দেওয়া হয়। জোসনার বাবার বাড়ির থাকার ঘর তৈরি বাভত এক লক্ষ টাকা দেওয়া হয় অথচ গত ১৮ই জুন শুক্রবার জোসনা প্রবাসী তুহিনকে না জানিয়ে শুভপুর ইউনিয়ন বাগারপুষ্কুরুনী গ্রামের কালাম মিয়ার ছেলে খোরশেদ নামে এক যুবককে ২য় বিয়ে করে এলাকা ছেরে পালিয়ে যায়। এলাকাবাসী জানান, এই মহিলা একে একে দুইজন প্রবাসীকে সর্বশান্ত করেছে তার (জোসনার) দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া জরুরী।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন