১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

আখাউড়া বন্দর দিয়ে দেশে ফেরা দুই নারীসহ পাঁচজনের করোনা শনাক্ত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ , ২৭ জুন ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল আকন্ঞ্জি, স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা দুই নারীসহ পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার রাতে তাঁদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা ৫৯ জনের করোনা শনাক্ত হলো।

জেলা সিভিল সার্জনের কার্যালয় ও স্থলবন্দর সূত্র জানায়, শুক্রবার ২৩৩টি নমুনার ফলাফল আসে। তাঁদের মধ্যে ভারতফেরত ৫ জনসহ ৩৫ জন করোনার ফলাফল পজিটিভ আসে। আক্রান্ত ৩৫ জনের মধ্যে সদর উপজেলার ১২ জন, আখাউড়ার ৬ জন, আশুগঞ্জের ১১ জন, নবীনগরের ৩ জন, সরাইলে ১ জন ও কসবা উপজেলায় ২ জন রয়েছেন। ভারতফেরত পাঁচজনের করোনা পরীক্ষার জন্য ১৯ জুন নমুনা সংগ্রহ করা হয়। এর আগে ১৮ ও ১৯ জুন স্থলবন্দর দিয়ে আসা তিন ভারতীয় তরুণীসহ আটজনের করোনা শনাক্ত হয়। ভারতীয় তিন তরুণী বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। তাঁরা ১৪, ১৫ ও ১৬ জুন বাংলাদেশে আসেন।

সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, শুক্রবার রাতে আরও দুই নারীসহ ভারতফেরত পাঁচজনের করোনা শনাক্ত হয়। ১৯ জুন তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত ভারতফেরত ৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন