১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে কৌশলে টাকা ডাকাতি, গ্রেফতার ২

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ , ২৪ জুন ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল আকন্ঞ্জি, স্টাফ রিপোর্টার :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ব্যাংক এশিয়ার একটি এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে কৌশলে টাকা ডাকাতির ঘটনায় সাইফুল ও হাবিব নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পৃথক অভিযানে ১২ লাখ ৪৫ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ।

ডাকাতির এ ঘটনায় এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানের মালিক বাদী হয়ে আখাউড়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। বুধবার গ্রেপ্তারকৃত আসামিদের জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সাইফুল নবীনগর উপজেলার নাড়ুই নোয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে ও হাবিব একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

পুলিশ জানায়, মোটরসাইকেল চালক হাবিবকে দিয়েই অনেক দিন যাবত ব্যাংক থেকে টাকা আনা-নেওয়া করতেন এজেন্ট ব্যাংকি মালিক পক্ষ। গত (২০ জুন) ষোল লাখ টাকা নিয়ে যাওয়া পথে পথিমধ্যে ডাকাতির ঘটনা ঘটে।

এরপর মোটরসাইকেল চালক হাবিবের মোবাইল নাম্বারসহ বিভিন্ন বিষয়ে তদন্ত চালায় পুলিশ। পরবর্তীতে চালক হাবিবকে আটক করে। ডাকাতির বিষয়ে জিজ্ঞাসাবাদে ডাকাতির মূল রহস্য বের হয়।

পরে তার কথামত সহযোগী সাইফুলকে আটক করলে তাদের দেওয়া তথ্য মোতাবেক ৬ লাখ ৪৫ হাজার প্রথম দফায় উদ্ধার। পরদিন পৃথক স্থানে অভিযান চালিয়ে আরো ৬ লাখ উদ্ধার হয়।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, ডাকাতির ঘটনার মূল রহস্য উদঘাটনসহ দু’দফা অভিযানে ১২ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এজেন্ট ব্যাংকিরের মালিক এ ঘটনায় বাদী হয়ে থানায় ডাকাতি মামলা দায়ের করেন। গ্রেফতার আসামীরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। বাকি টাকা উদ্ধার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন