বিজয়নগরে গাঁজা’সহ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ , ২৪ জুন ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ মান্না (২২)কে গাঁজা’সহ আটক করেছে বিষ্ণপুর (বিওপি) বিজিবি ক্যাম্প।
বুধবার বিকাল ৫ টার দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের বিষ্ণপুর (বিওপি) ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। আসিফ মান্না সিংগারবিল ইউনিয়নের নোয়াবাদি গ্রামের ফারুক চৌধুরীর ছেলে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজবি সতত্যা নিশ্চিত করে বলেন, আমি জেলা ছাত্রলীগের সভাপতিকে জানিয়েছি। যেহেতু উপজেলা চাত্রলীগ আইনগত ব্যবস্তা নিতে পারেনা তাই জেলাকে অবহিত করেছি। জেলা ছাত্রলীগকে আইনগত ব্যাবস্থা নিতে বলে দিয়েছি ।
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, গাঁজা’সহ আটকের ব্যাপারটি উপজেলা থেকে জানিয়েছে। কোন ব্যক্তির গাঁজা ব্যবস্যা করবে সেটি ছাত্রলীগ বহন করবেনা। ছাত্রলীগ আদর্শের সংগঠন সেখানে কোন মাদক ব্যাবসাসী থাকেনা। আমি সাধারণ সম্পাদকের সাথে কথা বলে সাংগঠনিক ব্যবস্তা নিব।
বিষ্ণুপুর বিওপি ক্যাম্পের নায়েব মোহাম্মদ বজলুর রহমান গাঁজা আটকের সতত্যা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, বিষ্ণুপুর বিওপি ক্যাম্পের ২০ গজের সামনে একটি সিএনজিতে থাকা ৩ কেজি গাঁজা’সহ আসিফ মান্নাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে থানায় পাঠানো হবে।
আপনার মন্তব্য লিখুন