১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

শেরপুরের নালিতাবাড়ীতে ৯৭০ জন খামারির প্রণোদনার অর্থ স্থগিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ , ২৩ জুন ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

শেরপুরের নালিতাবাড়ীতে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রণোদনার অর্থ বিতরণ স্থগিত করা হয়েছে। সুবিধাভোগীদের বাছাই নিয়ে রাজনৈতিক দ্বন্দ্বে দ্বিতীয় ধাপের ৯৭০ জন উপকারভোগি এই প্রকল্পের টাকা না পাওয়ায় তাঁদের ভিতর শঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে বিশ্বব্যাংক ও সরকারের যৌথ অর্থায়নে ‘দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও প্রাণিসম্পদ উন্নয়ন’ নামের প্রকল্পটি নেওয়া হয়। উপজেলায় এই প্রকল্পের জন্য ইউএনও কে সভাপতি করে একটি কমিটি রয়েছে। প্রকল্পের জন্য দশজন মাঠকর্মী ও দুইজন সুপারভাইজার রয়েছে।

প্রকল্পের প্রথম ধাপে নালিতাবাড়ীতে ১৭৩০ জন খামারি প্রকার ভেদে ৪ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে ২২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হয়। দ্বিতীয় ধাপে মাঠকর্মীগণের তালিকা অনুযায়ী ৯৭০ জন প্রকার ভেদে প্রণোদনার টাকা পাওয়ার কথা ছিল। কিন্ত উপজেলা কমিটি নিয়ম বহির্ভুতভাবে গত ১৯ মে জনপ্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন।

আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১২ জন চেয়ারম্যান ও পৌরসভার মেয়রকে ৩৫ জন করে মোট ৪৫৫ জনের তালিকা জমা দিতে বলেন। কিন্ত জনপ্রতিনিধিগণ ৯৭০ জনের তালিকা নিজেরা করতে চান। উপজেলা কমিটি এতে রাজি না হওয়ায় পরবর্তীতে অনিয়মের অভিযোগ এনে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।

গতকাল সোমবার (২১ জুন) ঢাকার খামারবাড়ী সম্প্রসারণ প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডা: দেবাশীষ দাস এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি এসে তদন্ত করে দ্বিতীয় ধাপের টাকা স্থগিত করা হয়েছে বলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছেন।

উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি মো.আবদুস সবুর বলেন,প্রথম ধাপে ১৭৩০ জনকে প্রণোদনা দেওয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে। তাই আমরা দ্বিতীয় ধাপের তালিকাটা স্থানীয় জনপ্রতিনিধিগণ করতে চেয়েছিলাম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ডা: মতিউর রহমান বলেন,তালিকায় কোন প্রকার অনিয়ম হয়নি। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষ আজ ৯৭০ জন খামারির প্রণোদনার অর্থ স্থগিত করে দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্পের সভাপতি হেলেনা পারভীন বলেন, মাঠকর্মীদের তালিকায় চেয়ারম্যানদের সহযোগিতা চাওয়া হয়েছিলো। কিন্ত চেয়ারম্যানগণ তা মানেনি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন